রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়আলু পাড়াগাঁও এলাকার কেন্দ্রীয় মসজিদসহ অর্ধ শতাধিক বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ১৩ আগস্ট শুক্রবার বাদ জুমা কায়েতপাড়া ইউনিয়নের বড়আলু পাড়াগাঁও এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বলেন, কুখ্যাত সন্ত্রাসী জাহাজ দস্যু জায়েদ আলী ওরফে কাপা জায়েদ আলীর নেতৃত্বে তার বহিরাগত সন্ত্রাসী দিয়ে কায়েতপাড়া ইউনিয়নের বড়আলু পাড়াগাঁওয়ের কেন্দ্রীয় মসজিদ ও আমাদের শতাধিক বাড়ি ঘর ভাংচুর করে ঘরে থাকা টাকা পয়সা ও সর্ণালংকার লুটে নিয়ে যায়। বক্তারা আরো বলেন বহিরাগত সন্ত্রাসীরা ভাংচুর করে ফ্রিজ থেকে কুরবানির মাংস পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ৬নং ওয়ার্ডের পনের হাজার লোকের নিরাপত্তা চাই। কাপা জায়েদ আলীর নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। আমরা কাপা জায়েদ আলী ও তার বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি অবিলম্বে আমরা এলাকাবাসী জায়েদ আলী ও তার বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার চাই এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। এদিকে আহত সুলতানের পিতা সোলায়মান বক্তব্যে বলেন, মুড়াপাড়া এলাকায় আমরা একটা ঘর তুলতাছি সে সময় জায়েদ আলীর সন্ত্রাসীরা আমাদের কাছে চাঁদা চাইছে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাস নাজমুল, আমজাদ, ফেন্সি শাহিন, ইয়াবা ইব্রাহিম, মাদক সম্রাট আশাবুদ্দিন, সন্ত্রাস রাকিব, মামুন, মোমেন সবাই আমার ছেলে কুপিতে জখম করে। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। যারা আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জায়েদ আলী ও তার বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দাবি জানাচ্ছি। বিক্ষোভ ও সমাবেশে কায়েতপাড়া ইউনিয়নের সকল পেশার মানুষ অংশগ্রহণ করেন।