মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলা রোড দক্ষিণ বানিয়ার জান এলাকার পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশের রাস্তায় পানি জমাট বাঁধার কারণে অনেক মানুষের ভোগান্তি হচ্ছে।
গাইবান্ধা পৌরসভার মেয়রঃ মোঃ মতলুবুর রহমন এর নিদের্শনায় ১৪ আগস্ট শনিবার সকালে বালুর বস্তুা দিয়ে পুরো রাস্তা মেরামত করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেনঃ মোঃ সেতু মিয়া, মোঃ হিরু মিয়া, মোঃ জোব্বার মিয়া,নমোঃ শফি মিয়া আরও আরো অনেকেই।