নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঠিকাদার ব্যাবসায়ী ও মৎস্য স্বীকারি মোক্তার হোসেনের মোটরসাইকেল চুরি হয়েছে।
১৩ আগষ্ট শুক্রবার মৎস্য স্বীকারের উদ্যেশ্যে মটর সাইকেল যোগে রূপসার ইলাইপুর পোয়াতের পোলে গিয়ে মটর সাইকেল রেখে মৎস্য স্বীকারে বসেন। মৎস্য স্বীকার করতে করতে হটাৎ জরুরি প্রয়োজনে মটর সাইকেলের কাছে আসে। সেখানে অন্যান্য মৎস্য স্বীকারিদের আর ও ১০/১২ টি মটর সাইকেলের মধ্য তার মটর সাইকেলটি দেখতে না পেয়ে খোজা খুজি করতে থাকে। মটর সাইকেল না পেয়ে রূপসা থানায় একটি অভিযোগ দেন।