
যশোর অভয়নগরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস’২৩ পালিত হয়েছে।
এ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ অভয়নগরের আয়োজনে ১০ মার্চ (শুক্রবার) সকাল ১১.০০টায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান, পিআইও কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা কর্মচারী, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহার, ইউএনও অফিসের সুব্রত বাবুসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিল।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর টিটব শিকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকান্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।