
যশোর জেলা প্রতিনিধি : যশোর অভয়নগর উপজেলার শংকরপাশা এলাকা থেকে দেশি শুটারগানসহ নুরুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শংকরপাশা টু হরিশপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুজ্জামান শংকরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপাশা টু হরিশপুরগামী পাকা রাস্তার ওপর অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নুরুজ্জামানকে একটি দেশি ওয়ান শুটারগানসহ আটক করা হয়।
আটক নুরুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মিলন কুমার মন্ডল।