ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার সহ আটক ৩ Logo হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ Logo পাবনা-২ আসনে প্রার্থিতা ফেরত পেতে ডলি সায়ন্তনীর আপিল Logo নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে ফেনী-১ আসনের আ.লীগ প্রার্থীকে তলব Logo সুন্দরগঞ্জে বোরো বীজ ও সার বিতরণ Logo গুলশানের নিধি ট্রেড ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা জরিমানা Logo সিংড়ায় মেয়রের গাড়ি, ২টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে Logo ২৮ অক্টোবর থেকে সারা দেশে ২৫৩টি স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা Logo কিউবার প্রধানমন্ত্রী সফর চীন-কিউবার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে Logo বেলারুশ-চীন সর্বজনীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিকাশ ঘটাবে; লুকাশেঙ্কো

আজমত উল্লাকে ‘গাউক’ চেয়ারম্যান করার ইঙ্গিত

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে পরাজিত আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আজমত উল্লা খান অবশেষে গাজীপুর নগরবাসীর উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী দুই-চারদিনের মধ্যে তিনি এ দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী সরাসরি উল্লেখ না করলেও অনেকে মনে করছেন আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

আজমত উল্লাহ খানকে বঞ্চিত নগরবাসীর উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বাসঘাতকতার কাছে নৌকা হেরেছে। আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। সরকারের হাতেও কিছু ক্ষমতা থাকে, সরকারের নিজস্ব ক্ষমতা থাকে। গাজীপুরবাসী যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হন, দশ বছর ধরে এখানকার ৩৫ লাখ মানুষ বঞ্চিত হচ্ছেন। আর যেন বঞ্চিত না হন। গাজীপুরবাসীর স্বপ্ন ছিল আজমত উল্লা খানের মতো যোগ্য ব্যক্তি যদি এ সিটি গড়ার সুযোগ পান তাহলে এ নগরবাসী উপকৃত হবে। আমরা সরকারে থাকার কারণে সরকারের কাছে সে সুযোগ আছে, আমি আশা করি নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণের জন্য খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারের অর্থ বরাদ্দে সকলকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন আজমত উল্লাহ খান।

গত বুধবার রাতে মহানগরের কোনাবাড়ি এলাকায় নির্বাচন পরবর্তী এক মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে আজমত উল্লাহ খানের উপস্থিতিতে এ তথ্য জানান।

গাজীপুর সিটি করপোরেশন এলাকার সুপরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের লক্ষ্য নিয়ে বছর দুই আগে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) এর যাত্রা শুরু হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। শিল্প অধ্যূষিত গাজীপুর মহানগরের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকার গাউক গঠন করে। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে ২০২০ সালে ৮ সেপ্টেম্বর ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার সহ আটক ৩

আজমত উল্লাকে ‘গাউক’ চেয়ারম্যান করার ইঙ্গিত

আপডেট সময় ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে পরাজিত আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আজমত উল্লা খান অবশেষে গাজীপুর নগরবাসীর উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী দুই-চারদিনের মধ্যে তিনি এ দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী সরাসরি উল্লেখ না করলেও অনেকে মনে করছেন আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

আজমত উল্লাহ খানকে বঞ্চিত নগরবাসীর উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বাসঘাতকতার কাছে নৌকা হেরেছে। আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। সরকারের হাতেও কিছু ক্ষমতা থাকে, সরকারের নিজস্ব ক্ষমতা থাকে। গাজীপুরবাসী যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হন, দশ বছর ধরে এখানকার ৩৫ লাখ মানুষ বঞ্চিত হচ্ছেন। আর যেন বঞ্চিত না হন। গাজীপুরবাসীর স্বপ্ন ছিল আজমত উল্লা খানের মতো যোগ্য ব্যক্তি যদি এ সিটি গড়ার সুযোগ পান তাহলে এ নগরবাসী উপকৃত হবে। আমরা সরকারে থাকার কারণে সরকারের কাছে সে সুযোগ আছে, আমি আশা করি নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণের জন্য খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারের অর্থ বরাদ্দে সকলকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন আজমত উল্লাহ খান।

গত বুধবার রাতে মহানগরের কোনাবাড়ি এলাকায় নির্বাচন পরবর্তী এক মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে আজমত উল্লাহ খানের উপস্থিতিতে এ তথ্য জানান।

গাজীপুর সিটি করপোরেশন এলাকার সুপরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের লক্ষ্য নিয়ে বছর দুই আগে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) এর যাত্রা শুরু হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। শিল্প অধ্যূষিত গাজীপুর মহানগরের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকার গাউক গঠন করে। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে ২০২০ সালে ৮ সেপ্টেম্বর ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।