স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ জাহাঙ্গীর হোসেন মীরকে সভাপতি, মেহেদী হাসান বাপ্পিকে সাধারণ সম্পাদক ও মোঃ সবুজ রানাকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
নির্বাচিতরা আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ কামরুজ্জামান। আর সহকারী নির্বাচন কমিশন হিসেবে ছিলেন, আবু ইউছুফ ও মোঃ বেলাল উদ্দিন আহমেদ।