মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
জানা গেছ, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১ টায় নওগাঁ জেলার পত্নীতলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম রোববার নওগাঁ সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের মাধ্যমে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে, দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওড়া পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের ছেলে মোঃ শামীম ইসলাম সব্দুল (২৭), হাতিয়র গ্রামের অরুণ চন্দ্র বর্মনের ছেলে শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন (৩০), ঝমুটপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দর গ্রামের
মনসুর বেপারীর ছেলে মোঃ শাহারুল ইসলাম (৩৭), মফিজ উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) এবং বগুড়া জেলার কাহালু উপজেলার সিন্ধুরাইল গ্রামের মোঃ খোরশেদ আলীর ছেলে মোঃ শাহাদাত হোসেন (৪০)।
তাদের মধ্যে শহিদুল এর বিরুদ্ধে ছয়টি, শাহরুলের বিরুদ্ধে দুইটি, শামীমের বিরুদ্ধে দুইটি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে।
পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একজোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি রাতে পাবনা জেলার সাঁথিয়ায় কয়েকটি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত এই ৬ জনের মধ্যে পাঁচজনই জড়িত ছিল বলে তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
পাবনায় ডাকাতির মাধ্যমে লুন্ঠিত একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য,পত্নীতলায় বাস ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি তারা পাবনায় ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করেছে বলে তারা পুলিশকে জানায়।
জিজ্ঞাসাবাদে ডাকাত দল পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতি এবং পাবনার সাঁথিয়ায় কয়েকটি গাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.