আগামী ৭ এপ্রিল থেকে আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবারই প্রথম ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৩০ জুন) রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির দিন, তারিখ ও পদ্ধতি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইনে টিকেট কেনার জন্য যাত্রীদের আগেই নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে।টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপে গিয়ে যেকোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করা যাবে। টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিলে পাওয়া যাবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল পাওয়া যাবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিলে বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।
সংবাদ শিরোনাম
ঈদে ট্রেন এ ঘরমুখো মানুষের জন্য টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে
- মো: নাজমুল হোসেন (ইমন), মহানগর প্রতিনিধি:
- আপডেট সময় ০৫:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- ১৫৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ