ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে পিডিবিএফ কর্মচারীদের ৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ Logo জাতিসংঘের আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক শৃঙ্খলা ও ন্যায্যতা সমুন্নত রাখতে হবে : সি Logo চীনা শেনচৌ ২০ নভোযান মহাশূন্যে যাত্রা করবে Logo গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে পড়া ঘর মেরামতে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান Logo লালমনিরহাটে ‘৩৬ জুলাই’ নামের আইনজীবী সমিতির নতুন জেলা হল রুম উদ্বোধন Logo রাণীনগরে সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত Logo অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে মোল্লাহাট থেকে উদ্ধার Logo “দ্যা এশিয়ান রেনেসাঁস” বইটি অনূদিত করেছেন কচুয়ার আব্দুল্লাহ আল মাহমুদ Logo চাঁদপুরের কচুয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী নিশিসহ ৪জন গ্রেফতার Logo বুড়িচংয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঈদে ১০ নাটক নিয়ে নির্মাতা এস.আই.সোহেল

বিনোদন প্রতিবেদক

পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস.আই. সোহেল। নাটকগুলো প্রযোজনা করেছেন পি.এফ.এফ এন্টারটেইনমেন্ট, কে.এস.আর মাল্টিমিডিয়া, ফখরুল ইসলাম ও থ্রি স্টার ড্রামা।

নাটকগুলো হলো, পিতার মতো শ্বশুর, ৫ টাকার কয়েন, সাইকো ম্যান, চাটগাইয়া বউয়ের ঠেলা, লতিফের সুন্দরী বউ, প্রবাসীর লাশ, আইল ঠেলা মুসুল্লি, শশুর বাড়ি বরিশাল, শশুরের খেদমত, প্রাক্তনের প্যারা। গল্পগুলো রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক ও সজিবুর রহমান পিন্টু।

নাটকগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শেলী আহসান, তন্ময় সোহেল,সাব্বির আহমেদ, একে আজাদ, মীম চৌধুরী, সামান্তা পপি, নেহা মনি, নওশীন নাহার, ফারজানা উর্মি,শিশির আহমেদ, নাবিলা চৌধুরী, রেশমি আহাম্মেদ, আনোয়ার শাহী, এম কে এইচ পামির, শিবা শানু, জিনিয়া যিনি,নাবিলা চৌধুরী,শিশির আহমেদ, ইমরান আজান, টি.এ. তুহিন খান, একে আলামিন,ইভা রহমান, টিটু বাঙ্গালী, লিটন, মাইমুনা মম, সাবিনা রনি, নাহার নৌরিন আরও অনেকে।

এর বাইরে এস.আই.সোহেল রঙিন ফিলিংস নামে একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটিতে কন্ঠ দিয়েছেন কোনাল এবং শাহরিয়ার রাফাত। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। এই গানটিতে কোরিওগ্রাফ করেছেন রোহান ও বেলাল, গানটিতে মডেল হিসেবে ছিলেন শিশির সরদার এবং সেমন্তী সৌমি। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কে.এস.আর মাল্টিমিডিয়া। পরিচালক সোহেল জানান, ২৫ রমজানে গানটি ইউটিউব চ্যানেলে আপলোড হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

লালমনিরহাটে পিডিবিএফ কর্মচারীদের ৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

SBN

SBN

ঈদে ১০ নাটক নিয়ে নির্মাতা এস.আই.সোহেল

আপডেট সময় ০২:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিনোদন প্রতিবেদক

পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস.আই. সোহেল। নাটকগুলো প্রযোজনা করেছেন পি.এফ.এফ এন্টারটেইনমেন্ট, কে.এস.আর মাল্টিমিডিয়া, ফখরুল ইসলাম ও থ্রি স্টার ড্রামা।

নাটকগুলো হলো, পিতার মতো শ্বশুর, ৫ টাকার কয়েন, সাইকো ম্যান, চাটগাইয়া বউয়ের ঠেলা, লতিফের সুন্দরী বউ, প্রবাসীর লাশ, আইল ঠেলা মুসুল্লি, শশুর বাড়ি বরিশাল, শশুরের খেদমত, প্রাক্তনের প্যারা। গল্পগুলো রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক ও সজিবুর রহমান পিন্টু।

নাটকগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শেলী আহসান, তন্ময় সোহেল,সাব্বির আহমেদ, একে আজাদ, মীম চৌধুরী, সামান্তা পপি, নেহা মনি, নওশীন নাহার, ফারজানা উর্মি,শিশির আহমেদ, নাবিলা চৌধুরী, রেশমি আহাম্মেদ, আনোয়ার শাহী, এম কে এইচ পামির, শিবা শানু, জিনিয়া যিনি,নাবিলা চৌধুরী,শিশির আহমেদ, ইমরান আজান, টি.এ. তুহিন খান, একে আলামিন,ইভা রহমান, টিটু বাঙ্গালী, লিটন, মাইমুনা মম, সাবিনা রনি, নাহার নৌরিন আরও অনেকে।

এর বাইরে এস.আই.সোহেল রঙিন ফিলিংস নামে একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটিতে কন্ঠ দিয়েছেন কোনাল এবং শাহরিয়ার রাফাত। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। এই গানটিতে কোরিওগ্রাফ করেছেন রোহান ও বেলাল, গানটিতে মডেল হিসেবে ছিলেন শিশির সরদার এবং সেমন্তী সৌমি। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কে.এস.আর মাল্টিমিডিয়া। পরিচালক সোহেল জানান, ২৫ রমজানে গানটি ইউটিউব চ্যানেলে আপলোড হবে।