মুনতাসীর মামুন
রাজধানীর উত্তরায় পুলিশের টহলরত সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য ও এক আনসার আহত হয়েছেন।
রোববার সকালে হাউস বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাজী মো. হাসান (৩২) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলী, একজন পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্য আহত হয়েছেন। ককটেল হামলার পর পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ৮-১০ জন জড়ো হয়ে হঠাৎ করে পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছিল। আরেকটি অবিস্ফোরিত ককটেল ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে। হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।