সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় মায়ের সঙ্গে খড় কুড়াতে এসে অটোরিকশার ধাক্কায় তাওহীদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চরবেড়া এলাকায় সলঙ্গা-ধামাইকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাওহীদ চরবেড়া উত্তরপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শিশু তাওহীদকে নিয়ে রাস্তার পাশে খড় কুড়াচ্ছিলেন তার মা। এ সময় শিশুটি খেলতে খেলতে রাস্তায় ওপর চলে আসলে একটি অটোরিকশার ধাক্কায় আহত হয় সে। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।