
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের বিআরটিএ প্রণীত খসড়া নীতিমালা সংশোধন ও এ্যম্বুলেন্স বাণিজ্যিক রেজিস্ট্রেশনের দাবিসহ সাত দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ এম্বুলেন্স মালিক কল্যান সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, সহ সাধারণ সম্পাদক মিন্টু,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও শ্রমিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দাবিসমুহ:
১,২০২৩ বিআরটিএ কতৃক খসড়া নীতিমালা সংশোধনী।
২, এম্বুলেন্সের বানিজ্যিক রেজিষ্ট্রেশন।
৩,জাতীয় জরুরি সেবা এম্বুলেন্সে ২৪ ঘন্টা সিএনজি ও গ্যাস চাই।
৪, দেশের সকল রাস্তা ও সেতুতে (এ্যম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি) টোল ফ্রি বাস্তবায়ন।
৫,সকল হাসপাতালে এ্যাম্বুলেন্স
পার্কিং সুবিদা।
৬,বকেয়া আয়কর মওকুফ।
৭, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত (কাগজ দেখার নামে) ট্রাফিক সার্জেন্ট কর্তৃক হয়রানি থেকে মুক্তি।
এসময় বক্তারা বলেন, ‘বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসহযোগিতা এবং অ্যাম্বুলেন্স ভাড়ার শর্ত সম্পূর্ণ বেআইনি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা চাই, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।’
মুক্তির লড়াই ডেস্ক : 





















