কক্সবাজার সদরের দক্ষিণ জানারঘোনা ফুটখালী এলাকায় মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুড়। নিহতের নাম আজিজুল রহমান। এসময় স্ত্রী সুমাইয়াও গুরুতর আহত হয়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, এক সাপ্তাহ আগে হাশেমের জমজ সন্তান হয়। ওই জমজ সন্তান শুক্রবার মধ্য রাতে মারা যায়। সন্তান হওয়া পর কেন শ্বশুড় বাড়ির লোকজন দেখতে যায়নি এবং মারা যাওয়ার পর কেন দেখতে গেল এ নিয়ে শ্বশুড় ও জামাতার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে জামাতা হাসেম উল্লাহ ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুড়কে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন।
পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্মবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা বলেন- ঘটনার পর পরই ঘাতক হাশেম উল্লাহকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.