শফিউল হক রানা
কক্সবাজার
কক্সবাজারে র্যাবের গুলিতে বি,এন,পি, কর্মী নিহতের দাবিতে বুধবার ৮ নভেম্বর ২৩ ইং পূর্ণ দিবস হরতাল ডেকেছিল জেলা বিএনপি। তবে জেলার কোথাও হরতালের প্রভাব পড়েনি। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ সব যান চলাচল। অন্যদিকে হরতালে যেকোনো ধরণের বিশৃঙ্খলা রোধে সর্তক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লালদিঘির পাড়, বাজারঘাটা, বাস টার্মিনাল, কলাতলী পয়েন্ট, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়ায় অভ্যন্তরীণ সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। বিভিন্নস্থানে যানজটও পরিলক্ষিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা মেলেনি।তবে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী বলেন, সকাল থেকে আমাদের নেতাকর্মীরা অসংখ্য জনতাকে সঙ্গে নিয়ে মাঠে রহিয়াছে বলে জানাই।