মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এই উপলক্ষে গচিহাটা ইয়ং স্টার ক্লাবের সভাপতি আলমগীর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়েজ,গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান, ৪নং চাঁন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা (গোলাপ), গচিহাটা বিদ্যানিকেতনের সহকারী পরিচালক জিল্লুর রহমান মানিক।
এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে গচিহাটা ইয়ং স্টার ক্লাবের শুভ উদ্বোধনী ঘোষণা করেন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গচিহাটা ইয়ং স্টার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গচিহাটা ইয়ং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম।