
মো: ওয়াহিদ মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ’ র মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গরীব অসহায় হতদরিদ্র দিনমজুর ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ১০ টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা
২নং সহশ্রাম ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে (৯টি) প্রতিটি ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারী গরীব অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করেন।
২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ গরীব অসহায় দিনমজুর হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ র চাল বিতরন চলছে।
পর্যাক্রমে সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হয়েছে। চাউল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক কর্মকর্তা সুদেব সাহা ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।
১,২,৩, ওয়ার্ডের ইউপি সদস্য আকলিমা আক্তার ৪,৫,৬ ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা আক্তার ,৭,৮,৯ ইউপি সদস্য নাদিয়া আক্তার, ১নং ওয়ার্ডের মো মেম্বার হানিফ মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার সাজেদুল হক, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফরিদ মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার হবিল মিয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল মিয়া, ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিল্লাল মিয়া, ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রিপন মিয়া ৮ নং ওয়ার্ডের মেম্বার কাষ্ণন মিয়া, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আমিনুল ইসলাম, মোঃ মাসুদ মিয়া সহ অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন পবিত্র ঈদুল আজহার আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।
তিনি আরো বলেন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভিজিএফ’র চাউল পেয়ে গরিব অসহায় মানুষ সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ জানান, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আগামীতে ও আমার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।