জনগণের সুষম পুষ্টি নিশ্চিত করে একটি মেধাবী জাতি গঠনের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের লক্ষ” প্রতিপাদ্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবীন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পাকুন্দিয়া-২ আসনের সংসদ নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটাতাজা গরু, ছাগল, হাস-মুরগী, মহিষ-কবুতর ও উন্নতমানের প্রযুতি প্রদর্শনীতে প্রদর্শন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার ও কটিয়াদী আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো।