কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎ এর লাগামহীন লোডশেডিং’এ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রাখার দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মঙ্গলবার কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কটিয়াদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে স্বাক্ষাত করেন।
এসম উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: মনিরুজ্জামান মনির, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা এমদাদ, কাউন্সিলর আরিফুল হাসান উজ্জ্বল, মো: হাবিবুর রহমান বাচ্চু, আবুল কাসেম রেনু, মো: মাহফুজুর রহমান মিঠুু, আলী হোসেন প্রমুখ।
জানা গেছে, গচি হাটা কয়েকটি গ্রামে বিদ্যুৎ না থাকায় কৃষক জমি ক্ষতিগ্রস্ত চলমান তাপদাহ ও পল্লী বিদ্যুৎ এর লাগামহীন লোডশেডিং’এ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সেই সাথে অতি তাপমাত্রায় অসুস্থ্য হয়ে পড়ছে শিশু ও বয়স্ক লোকজন। উপজেলায় চলমান ১২দিন ধরে লোডশেডিং এর প্রতিবাদে মো: শওকত উসমানের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে বিদ্যুৎ এর চলমান দীর্ঘ লোডশেডিং স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য সাক্ষাৎ করেছেন।
তারা বলেন, মাহে রমজানে সেহরী, ইফতার ও তারাবীর নামাজে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে অনেক রোজাদার অসুস্থ্য হয়ে পড়ছে। সেই সাথে কটিয়াদী পল্লী বিদ্যুৎ এর দীর্ঘ লোডশেডিং জনজীবনে অতিষ্ঠ ও ভোগান্তীতে ব্যবসায়ীরা।
এবিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ছোহরাব হাছান বলেন, আমাদের সাব-স্টেশনে বিদ্যুৎ এর চাহিদা ১৪ মেগাওয়াট থাকলেও পাচ্ছি ৪ মেগাওয়াট। জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় আমরা কটিয়াদীতে বিদ্যুৎ কম পাচ্ছি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ এর সমস্যা সমাধান হলে কটিয়াদী উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম হবো।
কটিয়াদী পৌরসভার মেয়র মো: শওকত উসমান বলেন, অচিরেই বিদ্যুৎ এর চলমান লোডশেডিং থেকে কটিয়াদী তথা কটিয়াদী পৌরবাসীকে সস্তি দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য দাবী জানানো হয়েছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: আশিকুর রহমান বলেন, চলমান তাপদাহে বিদ্যুৎ এর লোড বরাদ্ধ অনেক বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ এর উৎপাদন কম হওয়াতে আমাদের চাহিদা অনুযায়ী ৬০% বিদ্যুৎ কম পাচ্ছি। এই জন্য বিদ্যুৎ এর লোডশেডিং হচ্ছে বলে জানান।