
মো: ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক বোরহান উদ্দিন (৩২) নিহত ও তার চাচাতো ভাই মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (৩১) গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের আমীর উদ্দিনের ছেলে ও আহত ফরিদ একই গ্রামের আরব আলীর ছেলে।
জানা যায়, কটিয়াদী থেকে মোটরসাইকেলযোগে দুই ভাই কিশোরগঞ্জে যাওয়ার সময় ভোগপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তারা। গুরুতর আহত অবস্থায় বোরহানকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর গুরুতর আহত ফরিদকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার এসআই মুজিবুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ঘাতকের পিকআপটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছে। তবে তদন্ত করে পিকআপের ডাইভারকে আইনের আওতায় আনবেন বলে আশাবাদী করেন এসআই মজিবুর রহমান