
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী গচিহাটা ২নং সহশ্রাম – ধুলদিয়া ইউনিয়নের বাঘপাড়া গ্রামের চিল পূজার একমাত্র খেলার মাঠ। দীর্ঘ দিন ধরে একটি কুচক্রী মহল উক্ত খেলার মাঠ মাটি খেটে দখল করার চেষ্টা করে।
গ্রামবাসীর অভিযোগ১৭/০৭/২০২৩ইং ফুটবল খেলোয়াড় যুবসমাজ এবং এলাকাবাসী অভিযোগ করেন উপজেলার ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার এর কাছে। অভিযোগ দাখিল করেন তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁনজাদা শাহরিয়ার বিন মান্নান কে বিষয়টি জানানোর পর আজ ১৮/০৭/২০২৩ ইং সরজমিনে পরিদর্শনে আসেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন জাদা শাহরিয়ার বিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার। এসময় বক্তব্য রাখেন রেজাউল করিম সিকদার বলেন, আমাদের কটিয়াদী উপজেলার ভিতরে কোনো রকমে দূর্নীতি চলবেনা, আরো বলেন কোনো সাধারণ মানুষ উপরে জুলুম অত্যাচার চলবে না, ধুলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ ও স্থানীয় ইউ পি সদস্য সাজেদুল হক সজল মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন। যুবসমাজ কে নিয়ে অতি শীঘ্রই মাঠের সীমানা নির্ধারণ করে খেলাধুলার উপযুক্ত করে দেওয়ার আশ্বাস দেন।