
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী মানিক খালি ৪ নং চান্দ্পুরে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৫ জুলাই ২০২৩/সকাল ৮ হতে বিকাল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য বিতরণ করা হয়।
উপজেলার মানিক খালি ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদের সামনে ১/২/৩/৪/৫/৬/ নং ওয়ার্ডের নাগরিকদের মাঝে এসব টিসিবির পণ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফু, কটিয়াদী উপজেলার ট্যাক্স অফিসার হেলাল উদ্দিন হেলাল, ইউপি সদস্য মোঃ উজ্জল, মোঃ জহিরুল ইসলাম বুলবুল, মোঃ আব্দুল আউয়াল, মোঃ ওসমান, বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান, গ্রাম পুলিশ আঃ হামিদ।
এ সময় আলোচনা রাখেন, অসহায় সুমি আক্তার। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দেয়া টিসিবির চাউল, ডাল, তেল আমাদের গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে যাচ্ছেন। মাহফুজুর রহমান কটিয়াদী পাকুন্দিয়া সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপির সুদৃষ্টি থাকায় আমরা প্রতিবারের মতোই পেয়ে যাচ্ছি বাংলাদেশ সরকারের অনুদান। এসময় টিসিবির মাল পেয়ে অনেকে স্লোগান দেন শেখ হাসিনার সরকার ভার ভার দরকার। এই সময় চান্দ্পুরে ইউনিয়নের মোঃ জয়নাল মিয়া বলেন ৪ নং চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ চেয়ারম্যান থাকায় আমরা সব ধরনের সুখ সুবিধা পেয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকারের কোনো অনুদান আসলে নিজে গড়ে হেঁটে পৌঁছে দিয়ে যাচ্ছেন। এ সময় ইউপি সদস্য উজ্জল মিয়া বলেন, আমরা এরকম একজন চেয়ারম্যান পাওয়ায় আমরা সকল ইউপি সদস্যরা আনন্দিত।