
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল বিক্রি করার সময় বিকাশ চন্দ্র বর্মণকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের কটিয়াদী বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ. দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা জানান, দেশের মাছ রক্ষায় সকল নাগরিকদের দায়িত্ব এবং নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনে দন্ডনীয় অপরাধ বলে জানান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।