ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে বাস থেকে ১৬ কেজি গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী আটক Logo জাকারিয়া তাহের সুমনকে বরুড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ফুলের শুভেচ্ছা Logo মুরাদনগরে গরম পানিতে বৃদ্ধার শরীর ঝলসে দিল প্রতিবেশি Logo বাগেরহাট ৪’টি সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা Logo হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আগুন Logo কচুয়া-সাচার সড়কে ডাকাতির চেস্টাকালে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃত্যু Logo চীন কিরগিজস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক: সি চিন পিং Logo বসন্ত উৎসবে দেশে-বিদেশে মুক্তি পাওয়া চীনা চলচ্চিত্রের জয়জয়কার Logo ২০২৫ সালে বসন্ত উৎসবে সিনেমা দর্শকের সংখ্যা ১৮৭ মিলিয়ন Logo চীন-পাকিস্তান পরস্পরের বন্ধু ও সর্বকালের কৌশলগত অংশীদার :সি চিন পিং

কবিদের কবিতায়

কবিদের কবিতায়
সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিদের কবিতায়
কতো কিছু থাকে যে,
রং নাই তুলি নাই
নানা ছবি আঁকে সে।

উড়ে যায় বহুদূরে
ভাবনার পাখাতে,
দিনরাত কিছু নাই
লিখালিখি খাতাতে।

মানুষের বুকে যতো
থাকুকনা কষ্ট,
কবিদের কবিতায়
ফুটে তা স্পষ্ট।

ভালোবাসা তুলে ধরে
পদ্যের ছন্দে,
বিরহটা গদ্যে
বেশি লিখে দ্বন্দে।

বিয়োগের ব্যাথা যতো
কষ্টের যাতনা,
শব্দের ঔষধি
মুছে দেয় বেদনা।

কবিদের কবিতা
কথা বলে দাঁড়িয়ে,
কেউ পড়ে কেউ ছিঁড়ে
কেউ যায় মাড়িয়ে।

ঘর তার পর হয়
পর হয় আপনার,
নীল বিষ পান করে
শেষ নেই ভাবনার।

মানুষেরা পারেনা যা
মুখ খুলে বলতে,
কাঁটা পথে পারে কবি
নির্দ্বিধায় চলতে।

মানুষের কথা ভেবে
নিজেরে দেয় বিলিয়ে,
অর্থ আর বিত্তের
লোভ লালসা ছাড়িয়ে।

কবিদের কবিতায়
বাদ কিছুই যায়না,
কবি শুধু কবিই নয়
সমাজের আয়না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে বাস থেকে ১৬ কেজি গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী আটক

SBN

SBN

কবিদের কবিতায়

আপডেট সময় ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

কবিদের কবিতায়
সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিদের কবিতায়
কতো কিছু থাকে যে,
রং নাই তুলি নাই
নানা ছবি আঁকে সে।

উড়ে যায় বহুদূরে
ভাবনার পাখাতে,
দিনরাত কিছু নাই
লিখালিখি খাতাতে।

মানুষের বুকে যতো
থাকুকনা কষ্ট,
কবিদের কবিতায়
ফুটে তা স্পষ্ট।

ভালোবাসা তুলে ধরে
পদ্যের ছন্দে,
বিরহটা গদ্যে
বেশি লিখে দ্বন্দে।

বিয়োগের ব্যাথা যতো
কষ্টের যাতনা,
শব্দের ঔষধি
মুছে দেয় বেদনা।

কবিদের কবিতা
কথা বলে দাঁড়িয়ে,
কেউ পড়ে কেউ ছিঁড়ে
কেউ যায় মাড়িয়ে।

ঘর তার পর হয়
পর হয় আপনার,
নীল বিষ পান করে
শেষ নেই ভাবনার।

মানুষেরা পারেনা যা
মুখ খুলে বলতে,
কাঁটা পথে পারে কবি
নির্দ্বিধায় চলতে।

মানুষের কথা ভেবে
নিজেরে দেয় বিলিয়ে,
অর্থ আর বিত্তের
লোভ লালসা ছাড়িয়ে।

কবিদের কবিতায়
বাদ কিছুই যায়না,
কবি শুধু কবিই নয়
সমাজের আয়না।