১৭ এপ্রিল বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়া সফরের সময়, নমপেনের কোয়াই ৪ আর্মস থিয়েটারে কম্বোডিয়া ‘চায়না চলচ্চিত্র সপ্তাহ’ শুরু হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের পরিচালক শেন হাই সিয়োং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
৯ বছর পর প্রেসিডেন্ট সি চিন পিং আবারও কম্বোডিয়া সফর করেন, তাই ‘চায়না চলচ্চিত্র সপ্তাহ’ আয়োজন চীন ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের জনমতের ভিত্তি সুসংহত করতে ইতিবাচক ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানটি চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং কম্বোডিয়ার সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে এবং চায়না ফিল্ম আর্কাইভ, কম্বোডিয়া এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজক কমিটি ইত্যাদি দ্বারা আয়োজিত হয়।
কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা মন্ত্রী ফংসাগেনা তার বক্তৃতায় জোর দিয়ে বলেন যে, কম্বোডিয়া ও চীনের মধ্যে বন্ধুত্ব গভীর ও শক্তিশালী এবং চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, চলচ্চিত্র শিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত জোরদার ও উন্নত হয়েছে। আশা করা যায় যে, কম্বোডিয়ায় ‘চায়না চলচ্চিত্র সপ্তাহ’ দুই পক্ষের সৃজনশীলতা ভাগাভাগি, বন্ধুত্ব ও সংহতি বৃদ্ধি এবং কম্বোডিয়া-চীন অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসাথে কাজ করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
এবারের চলচ্চিত্র সপ্তাহ ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে এবং এতে ছয়টি চমৎকার চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চলচ্চিত্র সপ্তাহে চীন ও কম্বোডিয়া "গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং কম্বোডিয়া রাজ্যের সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে চলচ্চিত্র সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক" স্বাক্ষর করেছে।
সূত্র : জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.