করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। শুক্রবার দুপুরে টেস্টের পর তার করোনা সংক্রমণের কথা জানা যায়।বুশরার পারিবারিক সূত্র জানায়, তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। বাসাতেই তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবারও (৪ মে) তার গায়ে জ্বর, কাশি ছিল।বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয় দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। এ ব্যাপারে তাদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.