
সেন্টু রঞ্জন চক্রবর্তী
সবার বুকেই কি দীর্ঘশ্বাস থাকে
সবার বুকেই কি দীর্ঘদিনের ক্ষত ,রক্তক্ষরণ,
কষ্টের নিরব অরণ্য?
মাটির নিচে হাজার বছরের কষ্ট নিয়ে ঘুমিয়ে আছে
আগ্নেয়গিরি
কি অসীম যন্ত্রণা কাতর দীর্ঘশ্বাস নিয়ে মানুষেরা বেচেঁ থাকে আজীবন!
পূর্ণিমার চাঁদ
সমুদ্রকে ভালোবেসে বুকে তুলে নিতে চায়
অতিপ্রাকৃত এ সত্যকে বুকে ধরে নিয়ে ফেঁপে ফুলে ভীষন কষ্ট পেয়ে কেঁদে উঠে ,
সমুদ্রের বুকে কান পেতে আমি প্রায়শই সে
দীর্ঘশ্বাস শুনি,
শুনি, তীব্র গর্জনের বুকফাটা চিৎকার।
সবার বুকেই দীর্ঘশ্বাস
সবার বুকেই কষ্টেরা নীরবে বসতি গড়ে তুলে
আনন্দ উচ্ছাসেও নিজেকে লুকিয়ে রাখে
এ যেনো পাথরের নিচে চাপা পড়ে থাকা শস্যের বীজ,
কেউ এসে কোনো এক বৃষ্টির দিনে
খানিকটা সরিয়ে যদি দিয়ে যায়
সে অপেক্ষায় থাকে আজীবন।
আসলে
বুকে চাপা পড়ে থাকা পাথর কেউ সরিয়ে দেয়না
সবাইকে সেটি নিয়েই বয়ে বেড়াতে হয় অনাদিকাল,
রাজাধিরাজ, পাত্র-মিত্র, প্রজা সবার বুকেই নানা রঙের কষ্টের পাথর দীর্ঘশ্বাস হয়ে আছে ।
কলকাতা ২৭/১০/২৩