কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শনিবার (৮ এপ্রিল) মাদরাসার মাঠ প্রাঙ্গণে দোয়া এবং বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাদলা ইউনিয়নের কাদলা খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আমির হামজার পরিচালনায় বক্তব্য রাখেন-কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত (ফরহাদ), কাদলা এস.এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী আবু ইউসুফ, কাদলা খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মোসলেহ উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সরকার ফারুক আহমেদ, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছোবহান, প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযুগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ বিশ্বায়নের যুগে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে। আজকে বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। অর্থের চেয়ে তথ্য এখন বড় সম্পদ। তথ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মাদ্রাসা শিক্ষার্থীদেরও তথ্য প্রযুক্তি শিখতে হবে। তিনি আরো বলেন, মাদরাসাটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়েছে। তারপরেও প্রতিষ্ঠানে লেখা-পড়ার মান সুন্দর রাখতে অতিরিক্ত আরো ১০জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। যাদের বেতন-ভাতা সম্পুর্ণ ভাবে মাদরাসার সভাপতি আলহাজ¦ মোঃ খোরশেদ আলম মজুমদার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করেন।
দোয়া অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাদলা খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষার ভালো ফলাফলের পাশাপাশি প্রতিবছরই সরকারি ভাবে বৃত্তি লাভ করে আসছে।