কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার কালীগঞ্জ পৌরসভার হল রুমে “দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়, অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারের সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে আনসার ভিডিপি সদস্যদের ভূমিকা ও করণীয়” বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক (গাজীপুর) দেবব্রত ভৌমিকের সভাপতিত্বে এবং কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক জেট হাফিজুর রহমান ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হিরা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি ব্যাংকের সেন্ট্রাল পয়েন্ট সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রহিম শিকদার, জি ভাই প্রধান জাহাঙ্গীর আলম আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সকল সদস্যবৃন্দ ও সাংবাদিক মুক্তাদির হোসেন এবং জাকারিয়া আল মামুন প্রমূখ