
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোবাইলে ডেকে বন্ধু মেহেদী হাসানকে হত্যা মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেন আটক হয়েছে। রোববার ভোর সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহের ভালুকা থানা থেকে কালীগঞ্জ পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সে ফয়লা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের পুত্র। বিকালে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গত ৮ জুলাই দিবাগত রাতে কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামে মেহেদী হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে আনে প্রতিবেশী বন্ধু সাদ্দাম হোসেন। পরে তাদের মধ্যে পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সাদ্দাম ও তার ভাই আকরাম হোসেন ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানকে হত্যা করে। ঘটনার রাতেই কালীগঞ্জ থানা পুলিশ আকরামকে আটক করতে সক্ষম হলেও সাদ্দাম পালিয়ে যায়। ওসি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, প্রধান আসামী সাদ্দাম ময়মনসিংয়ে আত্নগোপনে রয়েছে। সেই সুত্র ধরে রোববার ভোরে কালীগঞ্জ থানার এস আই হুমায়ুন ও র্যাবের সহায়তায় ময়মনসিংহের ভালুকা থানাতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেকে আটক করে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, তাদের সদস্যদের সহায়তায় আটক সাদ্দামকে ঝিনাইদহ ক্যাম্পে আনার পর রোববার বিকালে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়েছে।