(আগরতলা ২৬/১২/২০২০)
নির্বাচনে প্রার্থী কালু
মার্কা দোয়াত কলম,
বাজারে সে বেচতো আগে
গা চুলকানির মলম |
এখন একটু ভাব ধরেছে
বাজার নাকি ভালো,
এই কারণে ভরসা বেশি
স্বপ্নে দেখে আলো |
ভোটের দিনে ঠিক সকালে
গিন্নি ডেকে কয়,
তুমি নাকি মেম্বার হবে
আমার লাগে ভয় |
কথা শুনে কালু এবার
গোঁপে লাগায় তেল,
ঠিক বারোটায় শুরু হলো
নির্বাচনী খেল |
কেউ তারে দিচ্ছেনা ভোট
গল্প জোড়াতালি ,
বিকাল অব্দি ভরসা ছিলো
সন্ধ্যা বেলায় খালি |
কেউ তারে দিলোনা ভোট
বাক্স ফাঁকা দেখে,
মানসম্মানের মাথা খেয়ে
কপাল শুধু ঠোকে |
গিন্নি দেখে মুচকি হাসে
হায়রে আমার স্বামী,
আজকে আমি বড়ই খুশি
জানেন অন্তর্যামী |