
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কিশোরগঞ্জ সদর-হোসেনপুরবাসীর গণমানুষের নেতা কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এর উদ্যোগে কিশোরগঞ্জ সদরে সপ্তাহ ব্যাপী ডেঙ্গু মশা নির্মূলের লক্ষ্যে পরিচ্ছন্নতা, জন- সচেতনতা মূলক কার্যক্রম, বৃক্ষরোপন ও বিতরনের উদ্বোধনী করা হয়।
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের গণমানুষের নেতা কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। স্বাধীনতা পদক প্রাপ্ত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পৌর মেয়র মাহামুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনেট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।