
মোঃ ওয়াহিদ ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নিখোঁজের চারদিন পর নরসুন্দা নদী থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগষ্ট) সকালে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিকটবর্তী বানিয়াকান্দি এলাকার নরসুন্দা নদীর কচুরিপানার উপর থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। নিহতের নাম রকিবুল হাসান রকি (২০)। রকি সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোণামাটি এলাকার শাহিন মিয়ার ছেলে। রকি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ অগাস্ট) সকালে জীবিকার তাগিদে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন রকি। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। আনুমানিক রাত ১০টার দিকে একটি অপরিচিত নাম্বারে রকি কল দিয়ে বলেন আমার মোবাইল বন্ধ হয়ে গেছে ।
এ কথা বলার পর আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। পরে পরিবারের লোকজন কিশোরগঞ্জ মডেল থানায় একটা নিখোঁজের সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে একজনকে গ্রেফতার করে।সোমবার সকালে স্থানীয় এক মহিলা গরুর ঘাস কাটতে নরসুন্দা নদীর পাড়ে গেলে পা কাটা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ সাংবাদিকদের জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।