মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ মনির হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ী কে ৪৮ বোতল সহ বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়েছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২২) সিলেট জেলার গোয়াইনঘাট থানার ছৈলাখ (অষ্টম খন্ড) এলাকার মৃত আঃ ছালামের ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নি:) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের রবিবার তারিখ ০৫/১১/২০২৩ নভেম্বর ভোর ০৫.২০ মিনিট সময় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২২) কে একটি ট্রাক (রেজিস্ট্রেশন নাম্বার -ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১০)সহ গ্রেফতার করেছেন
এ সময় মনির হোসেনের হেফাজতে থাকা উক্ত ট্রাক তল্লাশী করে সর্বমোট ৪৮(টি বোতল বিদেশি মদ উদ্ধার করেন ভোর ০৫.৫৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।