
মোঃ আবদুল আউয়াল সরকার,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিবহন চালক (ড্রাইভার) ও হেলপারদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানায় অনুষ্ঠিত পরিবহন চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম। তিনি বলেন,
সড়কে কাওকে অবৈধভাবে চলতে দেওয়া হবেনা। কোন টোকেন বানিজ্য চলবে না।
তিনি হাইওয়ে পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোন অন্যায়ের কাছে মাথানত করবেন না। কোন অন্যায় সুযোগ গ্রহন করবেন না।
তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনি মারাগেলে আর পৃথিবীতে আসবেন না, আপনার বিকল্প আপনার পরিবার আর কাওকে পাবেনা। তাই আপনাকে ভেবেচিন্তে গাড়ী চালাতে হবে।
দাউদকান্দি হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, কুমিল্লা বাস মালিক কমিটির সভাপতি অধ্যাপক কবির আহাম্মদ চৌধুরী’, দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক, সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সভাপতি রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক মোসা: সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ্রগ্রহনকারীগণ বলেন এই ধরনের প্রশিক্ষন দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হিসাবে কাজ করে। চালক ও হেলপারগণ দুর্ঘটনা প্রতিরোধ আরো উন্নত প্রশিক্ষনের আয়োজন করার দাবি জানান।