স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেছেন, পুলিশের সকল প্রকার অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে, পুলিশের বদলী জনিত বিষয়ে অর্থ লেনদেন কোনভাবেই বরদাশত করা হবে না, সকল প্রকার জনহয়রানী বন্ধ করা হবে। আজ শনিবার বিকেলে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নবাগত পুলিশ সুপার বিট পুলিশিংয়ের জোয়ারে, পুলিশ সুপার যাবে আপনার দুয়ারে। মাদক ছাড়ো, না হয় কুমিল্লা ছাড়ো নামে দুটি শ্লোগান প্রকাশ করেন। তিনি কুমিল্লা জেলা পুলিশকে আরো মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডিআইও (১) মাইনুদ্দিন খাঁন, ওসি ডিবি আনোয়ারুল আজিম প্রমুখ। মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকগন জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার এসকল বিষয় সমাধানসহ আইন শৃংখলা উন্নয়নের নানামুখী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।