
মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ও কুমিল্লা জেলা প্রশাসন এর সহযোগিতায় পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২৭ জুলাই ২০২৩ ইং কুমিল্লা হোমিও মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদ মজুমদার।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম(বার), শফিকুজ্জামান ভূঞা, পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ, চট্টগ্রাম বিভাগ, মোঃ কামাল হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং: চট্ট-২০২৬, তাজুল ইসলাম, মহাসচিব, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।