
মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি: মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি –আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস।
দিবসটি উপলক্ষে ৩০ জুলাই ২৩ ইং ১০টার দিকে কুমিল্লা নগর উদ্যোন থেকে মাদকবিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরে আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক খন্দকার মু:মুশফিকুর রহমান,পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার), সিভিল সার্ন ডা: নাসিমা আক্তার।এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান ।
এ সময় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বিভিন্ন কর্মপদ্ধতির উপর গুরুত্বারোপ করেন।
পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।