
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: নাজমুল হাছান চৌধুরীকে।
তিনি কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী ০৬ জুন ২০২৪খ্রিঃ তারিখের মধ্যে উপাধ্যক্ষ পদে যোগদান করার কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারাসোনেল-১ শাখার বাংলাদেশ সচিবালয়ের উপ-সচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, তিনি কুমিল্লা মেডিকেল কলেজে নিউরো মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বাংলাদেশ সচিবালয় কর্র্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডা: মো: নাজমুল হাছানা চৌধুরীকে উপাধ্যক্ষ পদে পদায়িত করা হয়।
আগামী ০৬জুনের মধ্যে তিনি উক্ত পদে যোগদান করতে হবে অন্যথায় আগামী ০৯ জুন তাৎক্ষনিক অবমুক্তি বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। যথা সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রজ্ঞাপন সূত্রে আরো জানা যায়, পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রদান যোগদানপত্র গ্রহনপূর্বক তাৎক্ষনিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ইমেইলে অবহিত করবেন। উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরণ করেছে বাংলাদেশ সচিবালয়।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: নাজমুল হাছান চৌধুরী বলেন, সরকার আমাকে উপাধ্যক্ষ পদে দায়িত্ব দিয়েছে। আমি শতভাগ চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি সকলের নিকট সহযোগীতা ও দোয়া চাই।