
এ জে সোহেল, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট এর নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মাঝে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, শোক রেলি, ওয়ার্ডের সকল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন সহ খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। পরে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিল কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ এর সদস্য নাজমুল ইসলাম শাওন, ২১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর সভাপতি মীর মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিকু, মাসুদ রানা অতুল, আরিফুল ইসলাম, মোঃ খায়ের, মোঃ মিজান, মোঃ আক্তার, মোঃ মিঠু, মোঃ হিরা, মোঃ বাফন সরকার সহ প্রমুখ। দিনব্যাপী নানা শান্তিপূর্ণ কর্মসূচি সফল ও সার্থক ভাবে পরিচালনা করার জন্য ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।