(আগরতলা 11/12/2020)
কৃষক আজ
রাস্তা ঘাটে
প্রহর কাটে উপুষে,
তাদের নিয়ে
রাজনীতি করে
দুষ্ট যতো মানুষে ?
আইন বানায়
ফাইন করে
কৃষকের গলায় লাগায় ফাঁস,
আমলা গুনে
কয়টা গেছে
এতদিনে শুকনো বাঁশ |
হাতে নিয়ে
তেলের বাটি
মহাজনে গুনছে দিন,
মন্ত্রী তন্ত্রী
বাজায় বসে
অর্থনীতির বাঁশের বীন |