
স্টাফ রিপোর্টারঃ
ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বরুড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে এডভোকেট জয়নাল আবেদীন মাযহারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর উপদেষ্টা, এফবিসিসিআই এর পরিচালক মোঃ আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া।
বক্তব্য রাখেন ভাব এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম চৌধুরী সোহাগ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমান উল্লা, বরুড়া ছুন্নিয়া কামিল মাদ্রাসার গভার্নিং বডির সদস্য সাংবাদিক ওমর ফারুক, মাস্টার নুরুল হক, ভাব এর সহ সভাপতি মোশাররফ হোসেন, রবিউল আলতাফ। সঞ্চালনায় ছিলেন ফয়সাল রহমান ভূইয়া।