ঢাকার কেরানীগঞ্জের চাঞ্চল্যকর আসলাম উদ্দীন হত্যায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী উম্মে হাবিবা কণাকে (৩৪) যশোরের অভয়নগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ গতকাল সকাল ৯টার দিকে অভয়নগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব - ৬।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান।
র্যাবের অধিনায়ক এম নাজিউর রহমান বলেন, ‘২০২০ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে, বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায়, মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দীন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এর পর থেকে র্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছিল। তদন্তে এ হত্যাকাণ্ডে তাঁর স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে।’
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসলামের স্ত্রী উম্মে হাবিবা কণা যশোরের অভয়নগর আত্মগোপনে রয়েছেন। এরপর আজ সকালে অভয়নগরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কণা তাঁর স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছে, টাকা পয়সা আত্মসাতের কারণে তিনি একাধিক বিয়ে করেছেন। আসলাম তাঁর তৃতীয় স্বামী। টাকা পয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেন।’
গ্রেপ্তারকৃত কণাকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.