
নাহিদ জামান, খুলনা
খুলনার ডুমুরিয়া থানায় ১৩ জুলাই জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ বোতল অ্যালকোহল সহ ০১ জন কে গ্রেফতার করেছে।
জেলা ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের মধুপুর কলেজ যাওয়ার পাঁকা রাস্তার উপর থেকে সকাল ০৭টা ৫০ মিনিটে ডুমুরিয়া থানার মধুপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে শামীম হোসেন (২৫) কে ২০ বোতল অ্যালকোহল সহ গ্রেফতার করা হয়।
পরে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।