
নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
খুলনায় ২ লাখ ৭৪ হাজার জাল টাকাসহ জাল নোট তৈরি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত অবৈধ লাভের আশায় নকল টাকা (জাল টাকা) দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷
এই তথ্যের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
তারা ২ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু জালনোট ব্যবসায়ী কেএমপি খুলনার লবনচরা থানা এলাকায় অবস্থান করছে৷ অভিযান পরিচালনার লক্ষ্যে রাতে কেএমপি খুলনার লবনচরা থানার মোহাম্মাদ নগর মেইন রোড এলাকায় একটি বাড়ির গেটের সামনে অভিযান পরিচালনা করে ঝালকাঠী জেলার রাজাপুর থানার জালটাকা ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম খান ও বরিশাল জেলার উজিরপুর থানার আনোয়ার হোসেন কে ২লাখ ৭৪ হাজার জাল টাকা সহ গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩ টি বাটন মোবাইল ফোন এবং ৩ টি সিমকার্ড উদ্ধার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী দেরকে খুলনা জেলার লবনচরা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।