
খুলনা প্রতিনিধিঃ গর্ভকালে ৪ বার সেবা গ্রহন করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ২৯মে সোমবার সকাল ১০টায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গাইনি কনসালটেন্ট ডা:মামুনি সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা:ফারজানা ইয়াসমিন, ডা: তাসনুবা, ডা:নাজিয়া ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র নার্স নুর নাহার শিল্পী, সিরাতে আয়েশা, মরিয়ম খাতুন, সারমিন সুলতানা, ফারজানা নিজা, বৈশাখী ব্যাপারী, শিল্পী মল্লিক,মাধুরী মন্ডল, ঝুমুর সরকার প্রমূখ।