নাহিদ জামান, খুলনা
খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাঈদী মোল্লা নামে এক মাদক বিক্রেতা কে ৬০০ পিস এ্যমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত সাঈদী মোল্লা খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন ১৭/ক ইস্ট লেন সোনাডাঙ্গা আবাসিক এলাকার মোঃ অলিয়ার রহমান মোল্লার পুত্র।
এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে ১৪ নভেম্বর সকাল ১০টায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামি তার নিজ দখলিয় বসতঘরে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। তখন অভিযানকারী দলটি আসামির বসতঘর ঘেরাও করে আসামির দেহ ও বসতঘর বিধি মোতাবেক তল্লাশি করে ও বসতঘরের মধ্য হতে তাকে গ্ৰেফতার করেন।
অভিযান পরিচালনা কালে আসামির দেহ ও বসতঘর তল্লাশি করে বসত ঘরের উত্তর-পশ্চিম পাশের শয়ন কক্ষের মধ্যে খাটের উপর বসা অবস্থায় আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেট হতে একটি সাদা পলিথিন প্যাকেটে কমলা বর্ণের ৪০৫ পিস এ্যমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও একটি নীল পলিথিন প্যাকেটে রাখা লাল বর্ণের ১৯৫ পিস মোট ৬০০ পিস এ্যমফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সংক্রান্তে পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।