
মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি: আজ ১ আগষ্ট ২৩ ইং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে কুমিল্লার চকবাজার, রাজগঞ্জ ও নিউমার্কেট এলাকায় বিশেষ সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে ও নেতৃবৃন্দের সাথে মিটিং করে সরকারি সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। ব্যবসায়ী ও ভোক্তা সাধারণকে অবহিত করা হয় যে, জনস্বাস্থ্য বিবেচনায় আজ ১লা আগস্ট ২৩ ইং থেকে খোলা সয়াবিন তেল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতার সকলের সহযোগিতা কামনা করা হয়। তদারকি কার্যক্রমে চকবাজার ও রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।