(আগরতলা ২৯/১২/২০২০)
গণতন্ত্রের অর্থ কিযে
প্রশ্ন আমার মাথায়,
কে বুঝাবে কে জানাবে
সহজ সহজ কথায় ?
আমার ভোট আমি দেবো
যারে খুশি তারে দেবো জানি,
তাইলে কেনো ভোটের দিনে
সকাল থেকেই বাক্স টানাটানি ?
মাইক বাজে বাইক ঘুরে
ঘুরে কলের চাকা,
কাকের মুখে কুকিলের ডাক
শোনায় কালো টাকা |
টাকার গন্ধ লাগলে নাকে
আর কি থাকা যায়,
বাদ্যযন্ত্রের তালে তালে
মৌসুমী গান গায় |
মৌ মাছিড়া ঝাঁকে ঝাঁকে
উড়ে এসে বসে,
মধু খায় পাঁপড়ি ঝরায়
ডাল নাড়া দেয় কষে |
চারিদিকে ব্যস্ত সবাই
কারে দেবে মন,
হৈ হৈ আর রৈ রৈ কান্ড
গণতন্ত্রের শ্রাদ্ধের আয়োজন |
নামাবলী গায়ে দিয়ে
করজোড়ে হাত,
কেরোসিনকে আতর বানায়
যত্তসব বজ্জাত |
বৈতরনি পারাপারে
টাকার নৌকা গাছে,
উন্নয়নের কালো গরু
গাছে উঠে নাচে |
মানুষের গলায় দড়ি বাঁধা
ভোটের সময় পাগল,
এই সুযোগে ভোট ব্যাপারী
কিনে যতো ছাগল |
আবার কেহ গরু কিনে
কেউবা কিনে গাধা,
গণতন্ত্রের মূল মন্ত্র
কালো বানায় সাদা |