
আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় গলায় ফাঁস দিয়ে এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনা সূত্রে জানা যায় উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রব তালুকদারের স্ত্রী পিয়ারা বেগমকে সোমবার আনুমানিক সন্ধা ৬টা ২০ মিনিটের সময় গলাচিপা থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার সময় তাকে মৃত ঘোষনা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।